নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইল উপজেলার দিলালপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুল মতিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে সোমবার রাত সাড়ে ১২টার দিকে সিংরইল ইউনিয়নের মহাবৈ গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।
তিনি স্ত্রী, ৫ ছেলে, ২ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার দুপুর আড়াইটায় মহাবৈ গ্রামের স্থানীয় মসজিদ চত্বরে প্রথম ও বিকাল সাড়ে ৩টায় দিলালপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় স্থানীয় এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূইয়া, সিংরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন পেশার লোকজন অংশ গ্রহণ করেন।
জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।