নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে ২০১৮-২০১৯ অর্থ বছরের এলজিএসপি-৩ এর অর্থায়নে বিনামূল্যে ২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শেরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শেরপুর ইউনিয়নের দরিদ্র, বেকার যুব মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়।
শেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর ও নান্দাইল পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভূঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাসুদ পারভেজ, মো. জসিম উদ্দিন বাবুল প্রমুখ।
আপনার মন্তব্য করুন