পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২ নভেম্বর। এ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস ইতোমধ্যে সবরকম প্রস্তুতি গ্রহণ করছে।
এরই অংশ হিসেবে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক মঙ্গলবার পাকুন্দিয়া থানা পুলিশ পাকুন্দিয়া পৌর এলাকার ৯টি ভোটকেন্দ্র পরিদর্শন করে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহানের নেতৃত্বে ভোটকেন্দ্রের নিরাপত্তা, বিদ্যুৎ ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ের খোঁজখবর নেয় পুলিশ।
পরিদর্শন টিমে আরও ছিলেন থানার উপ পরিদর্শক মিজানুর রহমান, আরিফুল ইসলাম, পাকুন্দিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুঞ্জুরুল হক মুঞ্জু প্রমুখ।
পরিদর্শন শেষে ওসি সারোয়ার জাহান বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তার বিষয়টি আমরা খতিয়ে দেখেছি। ভোটারগণ যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গহণ করা হবে।
উল্লেখ্য, প্রথমবারের মতো পাকুন্দিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।