নিজস্ব প্রতিবেদক: মামলা মোকদ্দমাসহ নানা কারণে দলীয় কার্যালয়ের দ্বার বন্ধ ছিল কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির। সব জটিলতার অবসান ঘটিয়ে দীর্ঘ প্রায় ২৭ বছর পর নিজস্ব কার্যালয় ফিরে পেল দলটি।
নতুনভাবে সংস্কার করে বুধবার বিকালে কার্যালয়টি উদ্বোধন করা হয়। কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. জিল্লুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়টি উদ্বোধন করেন।
এ উপলক্ষে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। বক্তব্য রাখেন জেলা গণতন্ত্রী পার্টির সহ সভাপতি গিয়াসউদ্দিন খান মিলকী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শেখ এ.কে.এম নূরুন্নবী বাদল, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট গাজী এনায়েতুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, কিশোরগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার সুশীল কুমার শীল, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার প্রমুখ।