নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: “সবার জন্য প্রয়োজন, জন্ম ও মুত্যূর পরপরই নিবন্ধন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে জাতীয় জন্ম ও মুত্যূ নিবন্ধন দিবস পালিত হয়।
এ উপলক্ষে বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহমুদুর রশিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকন উদ্দিন আহম্মদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফয়েজ উদ্দিন প্রমুখ।
আপনার মন্তব্য করুন