নিজস্ব প্রতিবেদক: ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে কিশোরগঞ্জ শহরের শোলাকিয়াস্থ সংগঠনের জেলা কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আলমগীর হুসাইন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক কে. এম. আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কেন্দ্রিয় কমিটির দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী প্রমুখ।
সভায় ইসলামী আন্দোলন সমর্থিত কিশোরগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা অংশগ্রহণ করেন।
আপনার মন্তব্য করুন