নিজস্ব প্রতিবেদক: দেশের বেশিরভাগ সাংবাদিক আজ ভালো নেই। তাদের কারও অসুখ হলে, মৃত্যু হলে কিংবা দুর্ঘটনা ঘটলে তাদের অবস্থা সহজেই বুঝা যায়। অন্যদিকে সাংবাদিকতা আজ ভুলুণ্ঠিত হচ্ছে পুঁজিবাদের কাছে, জঙ্গীবাদের কাছে, সন্ত্রাসের কাছে।
শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের ভৈরব প্রেসক্লাবে ভৈরবের সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান ফারুকের লেখা ‘সংবাদপত্র ও সাংবাদিকতার অজানা কথা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেছেন যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলম।
তিনি আরও বলেন, সাংবাদিকতা করলে নানা ধরণের চাপ আসবেই। এগুলো অতিক্রম করেই সাংবাদিকতা করতে হবে। সত্য প্রকাশে মাথা নত করা যাবেনা, আপোষ করা যাবেনা।
অনুষ্ঠান উদ্বোধন করেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা।
ভৈরব প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, ভৈরব চেম্বার অব কমার্সের সভাপতি মো. হুমায়ূন কবির ও ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম বাকী বিল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংবাদপত্র ও সাংবাদিকতার অজানা কথা বইয়ের লেখক ও ভৈরব প্রেসক্লাবের সহ সভাপতি আসাদুজ্জমান ফারুক। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জের প্রবীণ সাংবাদিক ও লেখক মু. আ লতিফ, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন প্রমুখ।
অনুষ্ঠানে নিউজ বাংলার জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, যুগান্তরের কটিয়াদী উপজেলা প্রতিনিধি ফজলুল হক জোয়ার্দার আলমগীর, মাধবপুর প্রতিনিধি রুকনদ্দিন লস্কর, ভৈরবে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার সুমন মোল্লা ও এনটিভির স্টাফ রিপোর্টার মোস্তাফিজ আমিন।