নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: আগামী ১১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার জন্য ময়মনসিংহের নান্দাইলে মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরির শেষ পর্যায়ের প্রস্তুতি।
পূজা মণ্ডপগুলোতে শেষ মুহূর্তে রং–তুলির আঁচড় সম্পন্ন হয়েছে। চলছে অন্যান্য প্রস্তুতিও। নতুন জামা–কাপড়ে সেজে বিভিন্ন মণ্ডপে ঘুরে বেড়াবেন সনাতন ধর্মাবলম্বীরা। নাচবেন, গাইবেন। চলবে খাওয়া–দাওয়া, বেড়ানো। এরই মধ্যে বেজে উঠবে ঢাক। কানে আসবে শঙ্খধ্বনি। শুরু হয়ে যাবে বহু বছরের পুরনো উৎসব।
নান্দাইল পুরাতন বাজার, চণ্ডীপাশা, চারআনিপাড়া, দেওয়ানগঞ্জ বাজারসহ বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিমা শিল্পীদের নিপুণ আঁচড়ে তৈরি হয়েছে প্রতিটি প্রতিমা। তৈরি করা হয়েছে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক, অসুর ও শিবের মূর্তি।
দেওয়ানগঞ্জ বাজার কালী মন্দিরে কথা হয় প্রতিমা তৈরির কারিগর স্বপন পালের সাথে। তিনি বলেন, বাপ–দাদার পেশা আঁকড়ে ধরে আছি। প্রতিমা তৈরি করে জীবিকা নির্বাহ করতে হয় আমাদের। দুর্গাপূজার মৌসুমের অপেক্ষায় থাকি সারা বছর।
সনাতন মতাবলম্বীদের বিশ্বাস মতে, মহালয়ার দিন দেবী দুর্গা মর্ত্যলোকে পা রাখবেন। এদিন ভোরে মন্দিরে চণ্ডীপাঠের মাধ্যমে দেবীকে আবাহন করা হবে।
নান্দাইল উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা জানান, এবার উপজেলার ২৯টি মণ্ডপে হবে দুর্গাপূজা। এরমধ্যে পৌরসভায় ১০টি ও ইউনিয়ন পর্যায়ে বেতাগৈরে ২টি, মোয়াজ্জেমপুরে ১টি, নান্দাইরে ২টি, চন্ডিপাশায় ২টি, গাঙাইলে ২টি, রাজগাতিতে ২টি, সিংরইলে ১টি, আচারগাঁওয়ে ১ টি, খারুয়ায় ৪টি ও জাহাঙ্গীরপুর ইউনিয়নে ২টি।