ঢাকাFriday , 26 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক আতাউস সামাদের ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিবেদক
-
September 26, 2025 2:05 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বিবিসিখ্যাত সাংবাদিক আতাউস সামাদের ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে কিশোরগঞ্জে।

কিশোরগঞ্জস্থ করিমগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটি ও ভোরের আলো সাহিত্য আসরের যৌথ উদ্যোগে শুক্রবার সকালে সাহিত্য আসরের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে আতাউস সামাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়।

কিশোরগঞ্জস্থ করিমগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটির সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন। বিশেষ আলোচক  ছিলেন দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি আবু তাহের।

ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মো. রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো আলোচনা করেন করিমগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটি ও মফস্বল সাংবাদিক সংস্থা করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আবুল মুনসুর লনু, সাংবাদিক মো. আবুল কাসেম, বেসরকারি গণগ্রন্থাগার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন, শিল্পী মো. শফিকুল ইসলাম, শিল্পী এস. কে. রাজু, বাউল শিল্পী মো. কবির হোসেন, জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা আলমগীর অলিক, বিশিষ্ট কবি ও ছড়াকার হিরন আকন্দ, সোহানুর রহমান, মো. আরমান মিয়া, ভোরের আলোর উপদেষ্টা দন্তচিকিৎসক মো. হিরা মিয়া ও ভোরের আলোর সদস্য মোছা. আকলিমা খাতুন।

প্রয়াত সাংবাদিক আতাউস সামাদের স্মরণে আলোচনা ছাড়াও সঙ্গীত ও কবিতা পাঠ করা হয়।

আলোচনা শেষে দোয়া করা হয়। 

আপনার মন্তব্য করুন