নিজস্ব প্রতিবেদক: ”মাদক নেশায় নেইরে সুখ, সব নেশাতেই বাড়ে দুঃখ” এই স্লোগানকে সামনে রেখে মাদকের কুফল সম্পর্কে কারাবন্দিদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা কারাগার-১ কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা কারাগার-১ এ বুধবার দুপুরে সভাটি অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এর সুপার রীতেশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদকের কুফল সম্পর্কে আলোচনা করেন কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো: এনায়েত হোসেন।
এ সময় কারাগারের জেলার ফারহানা আক্তার, ডেপুটি জেলার আলী আফজাল, কারাগার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কারাগারের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন