নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষদিন মেয়র পদে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
তারা হলেন বর্তমান মেয়র আক্তারুজ্জামান খোকন (স্বতন্ত্র), মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ (আওয়ামী লীগ), উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র এডভোকেট মো. জালাল উদ্দিন (স্বতন্ত্র), উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন (স্বতন্ত্র) ও আতাহার আলী (ইসলামী আন্দোলন)।
৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত ৩টি নারী কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, ২ নং ওয়ার্ডে (৪ ,৫ ও ৬) সংরক্ষিত নারী কাউন্সিলর পদে একজন মাত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি হলেন মোছা: ওম্মে কুলসুম।
নির্বাচনী তফসিল অনুযায়ী সোমবার দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই করা হবে। এছাড়া বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১২-১৪ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৬ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২ নভেম্বর।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পাকুন্দিয়া পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ১৪৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৩৩২ জন ও নারী ভোটার ১১ হাজার ৮১২ জন।