হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে করোনাকালীন পাঠদান কার্যক্রম পরিচালনা ও সচেতনতা শীর্ষক মতবিনিময় সভা এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।
হোসেনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সোমবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠানটির আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।
ইউএনওর নাজির রাফিউল হক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, হোসেনপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সোনাহর আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম. এ হালিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মসিউর রহমান হুমায়ুন উপজেলার অর্ধশতাধিক মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক ও থার্মোমিটার তুলে দেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দুই বক্স মাস্ক ও একটি করে থার্মোমিটার দেওয়া হয় বলে জানা গেছে।