নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের হোসেনপুরের একটি চুরি মামলার সন্দেহভাজন আসামীকে পিরোজপুর জেলা থেকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ পিবিআই। তার কাছ থেকে একটি চোরাই মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
পিবিআই সূত্র জানায়, শামীম মোল্লাকে গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার ভাণ্ডারিয়া বাজারস্থ এসএ মোবাইল পয়েন্টের সামনের রাস্তা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চোরাই মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করে পিবিআই।
কিশোরগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন পিপিএম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ছোট কৈবর্তখালী গ্রামের রতন মোল্লার ছেলে।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি রাতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদরের গ্রামীণ ফোনের ডিস্ট্রিবিউটর তানাজ এন্টারপ্রাইজের অফিসকক্ষের জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে ঢুকে ভল্ট ও আলমীরা থেকে নগদ টাকা, স্ক্র্যাচকার্ড ও তিনটি মোবাইল ফোনসেটসহ ১৯ লাখ ৮৯ হাজার ৫২৪ টাকার মালামাল চুরি হয়। এ বিষয়ে ডিস্ট্রিবিউশন ম্যানেজার তানভীর আহমেদ বাদী হয়ে পরদিন হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মামলাটি পিপিআইয়ে ন্যাস্ত করা হয়।
বর্তমানে পিবিআইয়ের এসআই (নি.) মো. গোলাম হোসেন মামলাটি তদন্ত করছেন।