হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রির মূল্য বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাসদ (মার্কসবাদী)।
বুধবার সকালে হোসেনপুরের গোবিন্দপুর চৌরাস্তা বাজারে এ কর্মসূচি পলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা বাসদের সমন্বয়ক আলাল মিয়া, বাসদ নেতা এবাদুল ইসলাম, কৃষক নেতা বুলবুল মিয়া, হেলাল মিয়া প্রমুখ।
বক্তারা অবিলম্বে চাল, ডাল, তেল, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে এনে বাজার নিয়ন্ত্রণের দাবি জানান।
এছাড়া বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং বন্ধ, গোবিন্দপুরের রাস্তা সংস্কার, লাকুহাটি বেইলী ব্রীজ নির্মাণেরও দাবি জানান তারা।
আপনার মন্তব্য করুন