নিউজ একুশে ডেস্ক: নেত্রকোণা থেকে ১৩ বোতল বিদেশি মদসহ নাজিম মিয়া (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-১৪ সিপিসি-২ এর একটি দল। মঙ্গলবার রাত ১১ টার দিকে অভিযানটি চালায় র্যাব।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলা সদরের পালপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১৩ বোতল বিদেশি মদসহ নাজিম মিয়াকে গ্রেফতার করে র্যাব। তিনি নেত্রকোণা পৌরসভার ২ নং সাতপাইল এলাকার মৃত হাসেম উদ্দিনের ছেলে।
র্যাবের কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানান, এ ব্যাপারে নেত্রকোণা সদর থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আপনার মন্তব্য করুন