পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: “মুজিববর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক দু্র্যোগ প্রশমন দিবস ও ঘুর্ণিঝর প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ৫০ বছর পূর্তি। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন শাহনাজ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন, জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার শামিম আহমেদ, পাকুন্দিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. মজিবুর রহমান, পল্লী বিদ্যুৎ অফিসের ডিজি এম শহিদুল আলম প্রমুখ।