নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী আতাউল করিম বাবুল ওরফে কাজী বাবুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকার এমজেডএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
জানা যায়, তার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ায় তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক কন্যা, দুই পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার এশার নামাজের পর নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আপনার মন্তব্য করুন