ঢাকাশুক্রবার , ১৫ অক্টোবর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে সংঘর্ষ, দোকান ভাঙচুর, আহত ৪, গ্রেফতার ১

প্রতিবেদক
-
অক্টোবর ১৫, ২০২১ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ শহরের বত্রিশ জেলা স্মরণী এলাকায় দুপক্ষের সংঘর্ষে চারজন আহত ও দুটি দোকান ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর ঘটনাটি ঘটে। পুলিশ এ ঘটনায় নূর লস্কর নামে একজনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, শহরের আখড়া বাজার এলাকার নূর লস্করের সাথে বত্রিশ এলাকার সোলায়মানসহ কয়েকজনের বিরোধ ছিল। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যার পর নূর লস্কর ও তার লোকজন বত্রিশ জেলা স্মরণী এলাকায় গিয়ে দুটি দোকান ভাঙচুর করে। এ সময় সংঘর্ষে চারজন আহত হয়। আহতদের মধ্যে রিপন নামে একজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে নূর লস্করকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। নূর লস্কর শহরের আখড়া বাজার এলাকার খোকন লস্করের ছেলে।

আপনার মন্তব্য করুন