নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে যে কোন গুজব ও উস্কানি বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। ইমাম, আলেম ও উলামাদের সাথে আয়োজিত এক মত বিনিময় সভায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক এ কথা বলেন।
চলমান পরিস্থিতিতে ধর্মীয় নেতাদের নিয়ে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসন বৃহস্পতিবার সন্ধ্যার পর মত বিনিময় সভার আয়োজন করে।
সভায় পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়। সভায় আরও বলা হয়, কোন ধর্মেই অসহিষ্ণুতা ও অশান্তি সৃষ্টিকারীদের কোন স্থান নেই। যুগ যুগ ধরে চলে আসা পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।