হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে ২০০ মশারি ও প্রতিবন্ধীদের মাঝে ৯টি হুইল চেয়ার বিতরণ করা হয়।
শনিবার বিকালে আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মশারি ও হুইল চেয়ার বিতরণ করে হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহ্বায়ক মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহ্বায়ক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সদস্য সচিব কামরুজ্জামান লিটন প্রমুখ।