নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: “আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ–ভালো উৎপাদনে ভালো পুষ্টি, আর ভালো পরিবেশেই উন্নত জীবন।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামনে র্যালী এবং পরে কৃষক প্রশিক্ষণ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুল হকের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভুইয়া, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, সাংবাদিক মো. এনামুল হক বাবুল প্রমুখ।
আপনার মন্তব্য করুন