পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: “জাতীয় সম্পদ রক্ষার্থে ইঁদুর মারি একসাথে” এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় ইঁদুর নিধন অভিযান- ২০২১ পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার আপেল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হামিমুল হক সোহাগ, আমিনুল হক শামীম, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল আহমেদ, কৃষক রোকন উদ্দিন প্রমুখ।
আপনার মন্তব্য করুন