নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জে গাঁজাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুর ২ টার দিকে কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র্যাব-১৪ সিপিসি-২ এর একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পশ্চিম তারাপাশা এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল মিয়া (৩৩) ও রমজানুল হক ওরফে সিরাজুল (৩৫) নামে দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছয় কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোনসেট।
গ্রেফতার বিল্লাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেরার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল (পূর্বপাড়া) গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে এবং রমজানুল হক ওরফে সিরাজুল একই উপজেলার আমুদাবাদ গ্রামের শহীদ মিয়ার ছেলে।
র্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান গ্রেফতার দুজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।