ঢাকাসোমবার , ১৮ অক্টোবর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

শেখ রাসেলের জন্মদিনে কিশোরগঞ্জে নানা কর্মসূচি

প্রতিবেদক
-
অক্টোবর ১৮, ২০২১ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস কিশোরগঞ্জে নানা কর্মসূচিতে পালন করা হচ্ছে।

এ উপলক্ষে সোমবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, পুষ্পস্তবক অর্পন করেন। এছাড়া জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ আফজল, কৃষক লীগ, যুব লীগ, ছাত্র লীগ, মহিলা আওয়ামী লীগ ও অন্যান্য নেতাকর্মী, পৌরসভার মেয়র পারভেজ মিয়াসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা পুষ্পার্ঘ অর্পন করেন।

দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভা, শিশু একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা, মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এতিমখানায় মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি।

উল্লেখ্য, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমণ্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্য সদস্যদের সাথে শেখ রাসেলকেও নির্মমভাবে হত্যা করে ঘাতকরা।

রাষ্ট্রীয়ভাবে এবারই প্রথমবারের মত পালিত হচ্ছে শেখ রাসেল দিবস-২০২১।

আপনার মন্তব্য করুন