নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলীতে অসহায় দরিদ্র একটি পরিবারকে আধা পাকা ঘর নির্মাণ করে দিয়েছেন জেলা যুবলীগ নেতা ও জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি বছির উদ্দিন রিপন। রবিবার বিকালে নিকলী সদর ইউনিয়নের মীরহাটি গ্রামের কৃষক কেনু মিয়া ও তার স্ত্রী জয় বানুর হাতে ঘরের চাবি বুঝিয়ে দেন তিনি।
যুব লীগ নেতা রিপন জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যুব লীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে দেশের প্রতিটি জেলায় অসহায় গৃহহীন মানুষকে বিনামূল্যে ঘর নির্মাণ করে দেবার কর্মসূচি গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে নিকলীতে কেনু মিয়াকে আধা পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়।
ভার্চুয়ালি এ কর্মসূচিতে যুক্ত ছিলেন যুব লীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। তারা এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান এবং গৃহহীনকে নিজ অর্থে ঘর নির্মাণ করে দেওয়ায় যুব লীগ নেতা বছির উদ্দিন রিপনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে জেলা যুব লীগ নেতা মোল্লা খায়রুল নোমানী, পল্লব কর, এডভোকেট মাহবুবুর রশিদ স্বরমিন, মো. ককেস, ইফতেখার শাহীন, জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়ন, নিকলী সদর ইউপি চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ প্রমুখ উপস্থিত ছিলেন।
কেনু মিয়ার পরিবারে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার নিজের জমি নেই। অন্যের জমিতে কাজ করে কোন রকমে সংসার চালান তিনি। বর্তমানে বয়সের ভারে অনেকটা ক্লান্ত ও অসুস্থ কেনু মিয়া। তাদের থাকার ঘরটি ছিল ছনের তৈরি। ভাঙ্গাচোরা এ ঘরটিতেও বৃষ্টির সময় পানি পড়ে। এ অবস্থায় পাকা ঘর পেয়ে আনন্দে অনেকটা আত্মহারা কেনু মিয়া ও তার পরিবার।