আদালত প্রতিবেদক: কিশোরগঞ্জে কৃষক বাচ্চু মিয়া হত্যা মামলায় আদালত একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। সোমবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নার্গিস ইসলাম এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শা কড়িয়াইল ইউনিয়নের মনাকর্শা গ্রামের আবদুল মজিদের ছেলে মো. জসিম উদ্দিন (৩৫)।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, মনাকর্শা গ্রামের জসিম উদ্দিনের সাথে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধ ছিল একই এলাকার বাচ্চু মিয়ার। এর জের ধরে হত্যাকাণ্ডটি ঘটে।
২০০৮ সালের ১৫ সেপ্টেম্বর বিকালে স্থানীয় বাজারে ধান বিক্রি করতে যাচ্ছিলেন কৃষক বাচ্চু মিয়া। এ সময় জসিম উদ্দিন ও তার ভাইয়েরা রাস্তায় বাচ্চু মিয়াকে কুপিয়ে হত্যা করেন । ঐদিন রাতেই বাচ্চু মিয়ার বড় ভাই হারুনুর রশীদ বাদী হয়ে ছয়জনকে আসামী করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ ১৩ বছর পর এ রায় দেন বিচারক।
মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়।