নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস”-এ প্রতিপাদ্য স্লোগানে ময়মনসিংহের নান্দাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
উপজেলা জৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ উপলক্ষে সোমবার বেলা ১১ টায় শিশুদের মাঝে ১০০টি তালের চারা বিতরণ ও রোপন কর্মসূচির আয়োজন করে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন শিশুদের মাঝে তালের চারা বিতরণ ও রোপন কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুল হক, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ প্রমুখ।