পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের ম্যুরালে সকাল ৭টায় পুষ্পমাল্য অর্পণ এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয়ভাবে সম্প্রচারিত অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সস্প্রচার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, থানার অফিসার ইনজার্জ মো. সারওয়ার জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লুাহ আল মামুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন প্রমুখ।