নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলী উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ২৩ জন।
সোমবার সকালে নিকলী উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ২৩ জন তাদের ইচ্ছার কথা প্রকাশ করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসহাক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ আফজল উপস্থিত ছিলেন।
সভায় নির্ধারিত এজেন্ডা অনুযায়ী চেয়ারম্যান পদে প্রার্থিতার নাম আহ্বান করলে ৭ টি ইউনিয়ন থেকে মোট ২৩ জন প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এরমধ্যে সিংপুর ইউনিয়নে ২ জন, দামপাড়া ইউনিয়নে ১ জন, কারপাশা ইউনিয়নে ৪ জন, নিকলী সদর ইউনিয়নে ৬ জন, জারইতলা ইউনিয়নে ৫ জন, গুরুই ইউনিয়নে ৪ জন ও ছাতিরচর ইউনিয়নে ১ জন।
পরে সর্বসম্মতিক্রমে ২৩ জন মনোনয়ন প্রত্যাশীর নাম ইউনিয়নভিত্তিক চুড়ান্ত মনোনয়নের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় নিকলী উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ৭ টি ইউনিয়ন ও ৬৩ টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন ।
সভা পরিচালনা করেন নিকলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম।