হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বজ্র নিরোধক তালের চারা বিতরণ করা হয়।
সোমবার বিকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের সহযোগিতায় তালের চারা বিতরণের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) নাশিতা–তুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন