নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়ীক সন্ত্রাসের প্রতিবাদে কিশোরগঞ্জে সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা করেছে জেলা কৃষক লীগ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সমাবেশ ও পরে শোভাযাত্রা বের করা হয়।
জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, দপ্তর সম্পাদক দীপক দাস, সদস্য রুবেল মিয়া, করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীন ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম, কটিয়াদী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফিউদ্দিন আকন্দ, কিশোরগঞ্জ শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আল মামুন, করিমগঞ্জের কাদিরজঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুমন আহমেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা সাম্প্রদায়ীক সন্ত্রাসের বিরুদ্ধে শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।