নিজস্ব প্রতিবেদক: সাম্প্রদায়িক সন্ত্রাসীরা দেশ, জাতি ও মানবতার শত্রু। তাদের কোন ধর্ম নেই, দল নেই। তাদের পরিচয় তারা সন্ত্রাসী, জঙ্গী। তাদেরকে যে কোন মূ্ল্যে প্রতিহত করা হবে।
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে কিশোরগঞ্জে সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা কর্মসূচিতে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতারা এ কথা বলেন।
মঙ্গলবার বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শান্তির শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে গিয়ে সমাবেশ করে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ আফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাছুম খান, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক এডভোকেট ইফতেখারুল ইসলাম পাভেল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ দত্ত প্রদীপ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি লিপন রায় লিপু, কিশোরগঞ্জ শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।