ঢাকাবুধবার , ২০ অক্টোবর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে আইনশৃঙখলা বিষয়ে মতবিনিময় সভা

প্রতিবেদক
-
অক্টোবর ২০, ২০২১ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলী, পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারিছ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক প্রদীপ কুমার সরকার ও সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মোদক, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. খায়রুল ইসলাম, শিক্ষক আব্দুর রহিম প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির রাফিউল হক সুমন।

সভায় বক্তারা বলেন, হোসেনপুর উপজেলা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির এলাকা। এখানে ধর্মীয় উগ্রবাদের কোনো স্থান নেই। যে কোনো মূল্যে এ উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা হবে।

সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মন্দিরের পুরোহিত, পুজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য করুন