ঢাকাWednesday , 20 October 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

মানুষের মন জয় করে বিজয় ছিনিয়ে আনতে হবে : আফজাল হোসেন এমপি

প্রতিবেদক
-
October 20, 2021 11:11 pm
Link Copied!

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের উদ্দেশ্যে বলেছেন, নৌকা প্রতীক প্রাপ্তিতে আত্মতুষ্টির কোন কারণ নেই। প্রার্থীদেরকে ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। মানুষের মন জয় করেই বিজয় ছিনিয়ে আনতে হবে।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বুধবার বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির নেতা, ১১টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, উপজেলা পর্যায়ের সকল অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন

সভায় সকল ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

আপনার মন্তব্য করুন