নিউজ একুশে ডেস্ক: নরসিংদী থেকে গাঁজা, ফেনসিডিল ও একটি মাইক্রোবাসসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার বেলা সোয়া ১১টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলা সদরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের ওপর অভিযান চালায় র্যাব। এ সময় একটি মাইক্রোবাস থেকে ১৯৭ বোতল ফেনসিডিল, ২৪ কেজি গাঁজা, নগদ ১০ হাজার টাকাসহ দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কমলপুর পশ্চিমপাড়া এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে মিলন মিয়া (৩০) ও কমলপুর মধ্যপাড়া এলাকার মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে মাসুদ মিয়া (৩২)।
র্যাবের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের গ্রেফতার দুজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তার দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।