ঢাকাThursday , 21 October 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

মানবতাবিরোধী অপরাধ মামলার তিন আসামী গ্রেফতার

প্রতিবেদক
-
October 21, 2021 11:35 pm
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে মানবতাবিরোধী অপরাধ মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

বৃহস্পতিবার বিকালে উপজেলার আঠারবাড়ির রায় বাজার ময়মনসিংহ কাঠগোলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন

গ্রেফতার তিনজন হলেন আঠারবাড়ি ইউনিয়নের ইটাউলিয়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে তারা মিয়া (৭০), কালিয়ান গ্রামের মৃত মেফর আলীর ছেলে রুস্তম আলী (৮১) সোহাগী বাজারের মৃত মাওলানা সৈয়দ হুসেন আহমেদের ছেলে মাওলানা মোস্তাফিজুর রহমান (৭২)

ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ২০২০ সালে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ নম্বর ১১০ তারিখ, ১১ ফেব্রুয়ারি ২০২০। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আসামীরা আঠারবাড়ি রায়ের বাজার ময়মনসিংহ কাঠগোলা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ডিবি, কোতোয়ালি ঈশ্বরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে

এ ব্যপারে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)   মো. আব্দুল কাদের মিয়া জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই তিন আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পালিয়ে যাওয়ার আগেই তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য করুন