নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুর, অগ্নি সংযোগ, লুটপাট, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
কিশোরগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও ব্রাহ্মণ সংসদ যৌথভাবে শুক্রবার বেলা ১১ টায় শহরের রথখলা সড়কে এ কর্মসূচির আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন রামকৃষ্ণ আশ্রমের সভাপতি অধ্যক্ষ রবীন্দ্র নাথ চৌধুরী ও সম্পাদক সত্যেন্দ্র নাথ পাল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন ও সাধারণ সম্পাদক নারায়ণ দত্ত প্রদীপ, ব্রাহ্মণ সংসদের সহ সভাপতি হিতেষ ভট্টাচার্য ও প্রবীর চক্রবর্তী, সম্পাদক বিষ্ণুপদ ভট্টাচার্য, প্রচার সম্পাদক অবিরাম আচার্য, কিশোরগঞ্জ কালীবাড়ি কমিটির সভাপতি এডভোকেট বিজয় শংকর রায়, কিশোরগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাখন দেবনাথ, বিবেকানন্দ সংঘের সভাপতি নির্মল চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক বিপ্লব মোহন চৌধুরী প্রমুখ।
বক্তারা হিন্দু ধর্মাবলম্বিদের নিরাপত্তা জোরদার এবং হামলাকরীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।