কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্কুলছাত্রী অপহরণ মামলায় শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তিনি পাকুন্দিয়ার কোদালিয়া শহর উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক বোরহান উদ্দিন (৩২)। কোদালিয়া পূর্বপাড়া গ্রামের আলতাফ উদ্দিনের ছেলে তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী তার কাছে প্রাইভেট পড়তো। গত ১১ অক্টোবর বিদ্যালয়ে প্রাইভেট পড়া শেষে ছাত্রীকে অপহরণ করে নিয়ে যান বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ব্যাপারে মেয়েটির মামা পাকুন্দিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে ১৩ অক্টোবর পুলেরঘাট সিএনজি স্ট্যান্ডের কাছ থেকে ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে কোদালিয়া বাজারের পাশ থেকে অভিযুক্ত শিক্ষক বোরহান উদ্দিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ওসি মো. সারওয়ার জাহান।