নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জে চাকুসহ আরিফুল ইসলাম রাব্বি (২২) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১৪ সিপিসি-২ এর একটি দল। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে র্যাবের টহল দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি সদর উপজেলার বত্রিশ আমলিতলা এলাকার শহীদ মিয়ার ছেলে।
র্যাব সূত্র জানায়, সন্ধ্যা ৬টার দিকে র্যাবের টহল দলটি শহরের মনিপুরঘাট সেতু থেকে কাটাখালি বাজার এলাকার দিকে যাচ্ছিল। কাটাখালি রাস্তার পাশে জোড়া কবরস্থানের সামনে পৌঁছলে টহল কমান্ডার জোড়া কবরের মাঝে একজনকে আড়ালে বসে থাকতে দেখেন। পরে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে প্যান্টের পকেট থেকে একটি ধারালো চাকু উদ্ধার করে র্যাব।
র্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানান, রাব্বি নিয়মিত মাদকসেবী। নেশার টাকার জন্য ছিনতাইয়ের উদ্দেশ্যে জোড়া কবরের আড়ালে চাকুসহ বসেছিল। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় একাধিক মাদক ও ছিনতাই মামলা রয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।