নান্দাইল (ময়মনসিংহ)সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে হাফেজ মো. আব্দুর রশিদ নামে এক কৃষকের তিনটি গরু চুরি হয়েছে। শুক্রবার রাতে বীর বেতাগৈর ইউনিয়নের বীর কামটখালী গ্রামে চুরির ঘটনাটি ঘটে।
গরুর মালিক হাফেজ মো. আব্দুর রশিদ জানান, রাতে গরুগুলো বাড়ির গোয়ালঘরে বাধা ছিল। সকালে তিনি গোয়ালঘরে গিয়ে দেখেন দরজা খোলা এবং তিনটি গরু নেই। চুরি হয়ে যাওয়া গরুর মধ্যে দুটি ষাঁড় ও একটি বকনা গরু। যার আনুমানিক মূল্য দুই লক্ষাধিক টাকা।
স্থানীয় ইউপি সদস্য মো. ইলিয়াস কাঞ্চন তিনটি গরু চুরির বিষয় নিশ্চিত করেছেন।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মন্তব্য করুন