হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ মার্কসবাদী) সাবেক কেন্দ্রিয় নেতা কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর স্মরণসভা শনিবার বিকালে কিশোরগঞ্জের হোসেনপুরে অনুষ্ঠিত হয়।
হোসেনপুরের গোবিন্দপুর চৌরাস্তায় বাসদের (মার্কসবাদী) উদ্যোগে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন বাসদের সংগঠক আলাল মিয়া। স্মরণসভায় বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রিয় নির্বাহী ফোরামের সদস্য মানস নন্দী, ময়মনসিংহ জেলা সমন্বয়ক শেখর রায়, কিশোরগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক, প্রাক্তন ইউপি মেম্বার তারিকুল হাসান রতন, গোবিন্দপুর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক সারোয়ার হোসেন রবিন প্রমুখ।
বক্তারা বলেন, কমরেড মুবিনুল হায়দার চৌধুরী কিশোর বয়স থেকেই শ্রমিক-কৃষকের মুক্তির সংগ্রামে শরীক হন। আজীবন তিনি এ সংগ্রাম করে গেছেন। শোষণহীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার স্বপ্ন প্রতিষ্ঠা করতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শহীদুল ইসলাম।