নিজস্ব প্রতিবেদক: “সাম্প্রদায়িক অপশক্তির উত্থান রোধ করি, সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ি” এ স্লোগানে কিশোরগঞ্জে প্রতিবাদী আবৃত্তি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা ও সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ দেশব্যাপী এ কর্মসূচি ঘোষণা করে। এরই অংশ হিসেবে শনিবার বিকালে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে অংশ নেন আবৃত্তি সমন্বয় পরিষদ কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ম. ম জুয়েল, কবি মাহফুজ আরা পলক, সাদিয়া আফরিন পাতা, শাহনূর মোহাম্মদ শান্ত, মশিউর রহমান কায়েস, সিদরাতুল মুনতাহা টুম্পা, দেলোয়ার হোসেন শামীম, দীপ্ত মোদক জয়, মাহবুবুর রহমান, জাকিয়া তাজকিরাতুল ও আন্তা রহমান।
আপনার মন্তব্য করুন