নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার একটি হত্যা মামলার এজাহারভূক্ত দুই আসামীকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪ সিপিসি-৩ এর একটি দল।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, বাজিতপুর উপজেলার নিলখী হাপানিয়া এলাকার একটি হত্যা মামলার দুই আসামী গাজীপুরে অবস্থান করছে মর্মে র্যাব জানতে পারে। গোপন সংবাদের ভিত্তিতে এর সত্যতা পাওয়ায় গাজীপুরের মৌচাক এলাকায় অভিযান চালায় র্যাব। সেখান থেকে দুজনকে গ্রেফতার করো হয়। তারা হলেন বাজিতপুরের নিলখী হাপানিয়া গ্রামের মিলন মিয়ার ছেলে আজিজুল হক (২৫) ও পূর্ব চন্দ্রগ্রাম গ্রামের আবু হানিফের ছেলে বিল্লাল মিয়া ওরফে জামাই বিল্লাল (২৫)।
র্যাবের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, তাদের বিরুদ্ধে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা (নং ১০/১১৫, তারিখ-১৪/৭/২০২০, ধারা ৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড) রয়েছে।
পরে তাদেরকে বাজিতপুর থানায় সোপর্দ করা হয়।