নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জে র্যাবের অভিযানে ২৮৫ পিস ইয়াবাসহ সালমা বেগম (৩০) নামে একজন গ্রেফতার হয়েছেন। তিনি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোণা ইউনিয়নের চেংজনা গ্রামের আব্দুল মোন্নাফের স্ত্রী।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বেলা ১২ টার দিকে কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকায় অভিযান চালায় র্যাব-১৪ সিপিসি-২ এর একটি দল। এ সময় সালমা বেগমকে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন সেটসহ গ্রেফতার করা হয়।
র্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান গ্রেফতার সালমা বেগমকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাকে কিশোরগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়।