নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে অগ্নিকাণ্ডে কৃষকের গোয়াল ঘর ও একটি গরু ভস্মীভূত হয়েছে।
শনিবার রাত ৮ টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের বিরাশী গ্রামে ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডে অন্য একটি গরু পুড়ে মারাত্মকভাবে জখম হয়েছে। এতে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কৃষক জসিম উদ্দিন দাবি করেন।
খারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসনাত ভূঁইয়া মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অগ্নিকাণ্ডের পর স্থানীয় লোকজন গিয়ে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য রাখা কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে এলাকাবাসীর ধারণা।
আপনার মন্তব্য করুন