ঢাকাMonday , 25 October 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

করিমগঞ্জে সম্প্রীতি মঞ্চের মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

প্রতিবেদক
-
October 25, 2021 5:20 pm
Link Copied!

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: “সাম্প্রদায়িক নিপীড়ন বন্ধ করো, রুখে দাঁড়াওস্লোগানে  কিশোরগঞ্জের করিমগঞ্জে সম্প্রীতি মঞ্চের উদ্যোগে মানববন্ধন প্রতিবাদ মিছিল কর্মসূচি পালিত হয়েছে। 

সোমবার সকাল ১০ টায় করিমগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মো. ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি এনামুল হক ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কবি ও গণ সঙ্গীত শিল্পী কফিল আহমেদ, করিমগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইদ সরকার, করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন মিল্কী, জেলা মহিলা পরিষদের সিনিয়র সহ সভাপতি সাহিদা আক্তার খানম ও সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, করিমগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মোশাররফ হোসেন বুলবুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ সরকার টিংকু, জেলা মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চন্দ্রা সরকার, স্থানীয় আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির স্বপন ভাণ্ডারীআবু সুফিয়ান, রবিউল আওয়াল প্রমুখ। 

বক্তাগণ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে সম্প্রীতির মেলবন্ধন রচনার প্রত্যয় ব্যক্ত করেন। বিভিন্ন ধর্মাবলম্বী দুই শতাধিক নারীপুরুষ শিশুকিশোর কর্মসূচিতে অংশ গ্রহণ করেন

সঞ্চালনায় ছিলেন সাংবাদিক হাবিবুর রহমান বিপ্লব। মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য করুন