নান্দাইল ( ময়মনসিংহ) সংবাদদাতা: আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে তৃণমূল থেকে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৮নং সিংরইল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সিংরইল আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। সভাপতিত্ব করেন সিংরইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছাইদুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, শরাফউদ্দীন ভূইয়া, রফিকুল ইসলাম রেনু, স্বেচ্ছাসেবক লীগ নান্দাইল উপজেলা শাখার সভাপতি কামরুজ্জামান রিপনসহ তৃণমূল আওয়ামী লীগের নেতারা।
সভায় সিংরইল ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে আগামী নির্বাচনে চারজন প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তারা হলেন মো. ছাইদুল ইসলাম, মো. শফিকুল ইসলাম ফিরোজ, মো. আল আমিন ও মো. টিপু সুলতান।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যিনি নৌকা প্রতীকে মনোনয়ন পাবেন, সকলেই তার সাথে মিলেমিশে কাজ করার শপথ নেন।
সভা সঞ্চালনা করেন নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য হাফিজুর রহমান রিপন।