ঢাকাMonday , 25 October 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হাফিজা খাতুনের ইন্তেকাল

প্রতিবেদক
-
October 25, 2021 11:16 pm
Link Copied!

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা:  মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী হাফিজা খাতুন (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কলাতুলি গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

তিনি ৩ ছেলে মেয়ে রেখে গেছেন। সোমবার  সকাল ৯ টায় স্থানীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়

উল্লেখ্য, হাফিজা খাতুনের স্বামী আবদুল গফুরকে ১৯৭১ সালের ২৬ সেপ্টেম্বর  খুদিরজঙ্গল গ্রামের রাজাকার হাফিজ উদ্দিন খুদিরজঙ্গল সেতুর নিচে হত্যা করেন। ২০১৩ সালের ৬ জুন সাংবাদিক রেজাউল হাবিব রেজার মাধ্যমে এ সংক্রান্ত লিখিত অভিযোগ তৈরি করে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রেরণ করেন হাফিজা খাতুন। তার অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনাল তদন্ত করে ঘটনার সত্যতা পায়। পরে হাফিজ উদ্দিনের ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল।

তার মৃত্যুতে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক আইজিপি এম. সানাউল হক, শহীদ আবদুল গফুর হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এম. আাতাউর রহমান বিপিএম,  যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি সাংবাদিক রেজাউল হাবিব রেজা, করিমগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটির সভাপতি শেখ আবুল মনসুর লনু পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

আপনার মন্তব্য করুন