হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কলেজ পরিচালনা পরিষদ সোমবার দুপুরে এ সিন্ধান্ত নেয়। বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ মো. মোছলেহ উদ্দিন খান।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর ‘স্বপ্নের পৃথিবী শুধু অন্ধকার‘ নামের একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে একটি পোস্ট করা হলে ঐদিনই প্রভাষক রুহুল আমিন সেই পোস্টটি তার নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন। যাতে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়া হয় এবং বিষয়টি ধর্মীয় স্পর্শকাতরও বটে। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিষয়টি হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ থানা পুলিশকে জানালে শনিবার রাতে প্রভাষক রুহুল আমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। ঐদিন রাত ১০ টার দিকে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
রবিবার তাকে আদালতে হাজির করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।