নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে মদ ও ইয়াবাসহ ৮ জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪ সিপিসি-৩ এর একটি দল। সোমবার রাত সোয়া ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত পৃথকভাবে অভিযান চালায় র্যাব।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব উপজেলার হরিজন কলোনী ও মেন্দিপুর এলাকায় পৃথক দুটি অভিযান চালানো হয়। এ সময় দেশিয় চোলাই মদসহ ৬ জনকে গ্রেফতার করে র্যাব। তারা হলেন ভৈরবের আগানগর গ্রামের কাদির মিয়ার ছেলে সোরহাব মিয়া (৩০), ভৈরবপুর উত্তরপাড়ার মৃত তাজুল ইসলামের ছেলে সাইদুর ইসলাম রানা (৪৫), একই এলাকার আঃ রউফ মিয়ার ছেলে মনির মিয়া (৫০), চণ্ডিবের গ্রামের মৃত রমজান মিয়ার ছেলে মোকলেছ (৪০), কালিপুর গ্রামের মৃত আবু সাদেক মিয়ার ছেলে শাহীন মিয়া(৫১) ও নরসিংদী জেলা সদরের চরমাধবদী গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে মনির হোসেন (৫১)।
এ সময় তাদের কাছ থেকে ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
পরে মেন্দিপুর থেকে ৪০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করে র্যাব। তারা হলেন ভৈরবের সম্ভুপুর এলাকার আবু সিদ্দীক মিয়া ওরফে মনা মিয়ার ছেলে আ. রহিম ওরফে মোহন (২৬) ও গোছামারা গ্রামের হাসান আলীর ছেলে নূর মোহাম্মদ (৩০)।
র্যাবের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের গ্রেফতারকৃতদেরকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।